ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে সেই ছাত্র বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
চবি ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে সেই ছাত্র বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পর এবার এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে চবি শিক্ষার্থী প্রবীর ঘোষকে।

রোববার (৮ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের নেওয়া এ সিদ্ধান্তের বিষয়টি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

বহিষ্কার আদেশে বলা হয়, ‘গত ১ মার্চ চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১১তম ব্যাচের র‌্যাগ ডে শেষে ফেরার পথে  মাস্টার্সের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী প্রবীর ঘোষকে।

বহিষ্কারাদেশ ১ মার্চ থেকে কার্যকর হবে’।

বহিষ্কারের তারিখ থেকে প্রবীর ঘোষের ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ফলে তিনি ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অথবা আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। এ আদেশ অমান্য করলে তাকে গ্রেফতার এবং ফৌজদারি মামলা দায়ের করতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে’।

এর আগে গত ১ মার্চ রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন প্রবীর ঘোষকে। পরীক্ষার কারণ দেখিয়ে ৪ মার্চ জামিন পান প্রবীর ঘোষ। এর প্রতিবাদে ৫ মার্চ ধর্মঘট করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৮ মার্চ, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।