বছরের অন্যসময় ছাপাখানায় তেমন ব্যস্ততা না থাকলেও নির্বাচনী মৌসুমে ব্যবসায়ীরা যেন ফিরে পান ঈদের আনন্দ। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার এবং হ্যান্ডবিল ছাপানোর কাজ চলছে পুরোদমে।
আন্দরকিল্লায় অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এমএ ডিজাইনের স্বত্বাধিকারী মো. আজিম আলী সাগর বাংলানিউজকে বলেন, ‘নির্বাচনের মৌসুম এলেও অতীতের মতো তেমন একটা ব্যস্ততা প্রেস পাড়ায় নেই। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ছাপাখানার খরচ। ফলে সবকিছু মিলিয়ে লাভের পরিমাণ কম বললেই চলে।
নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততা কেমন জানতে চাইলে আর্ট ক্রিয়েশনের স্বত্বাধিকারী আনিছুল কাদের বাংলানিউজকে বলেন, গত দু’দিন ধরে বেশ সাড়া মিলেছে। কিন্তু নির্বাচনে ব্যানারের সাইজ নিয়ে জটিলতা থাকার কারণে হঠাৎ করে ব্যানার তৈরিতে ভাটা পড়েছে। সব মিলিয়ে মোটামুটি ব্যস্ততা আছে।
চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুণ বাংলানিউজকে বলেন, নির্বাচনের কারণে আন্দরকিল্লা এলাকার কিছু প্রেসে ব্যস্ততা আছে। কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারণে প্রকৃত প্রেস ব্যবসায়ীরা কাজ পাচ্ছেন না।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে এ সেক্টরে প্রায় দেড় কোটি টাকার মতো লেনদেন হতে পারে বলে আমরা আশা করছি।
নির্বাচনী প্রচারণার আরেকটি অন্যতম অনুষঙ্গ মাইক। মাইকপাড়া হিসেবে খ্যাত নগরের আইস ফ্যাক্টরি রোড এবং চকবাজার এলাকায় মাইক ও সাউন্ড সিস্টেমের আগাম বুকিং পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএম/এসি/টিসি