ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান রেলওয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম: মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের সিসিএম মো. নাজমুল ইসলাম, সিএমই এফএম মহিউদ্দিন, ডিআরএম চট্টগ্রাম সাদেকুর রহমান, সিসি আরএনবি জহিরুল ইসলাম, ডিএন/১ মো. হামিদুর রহমান, সিআরএনবি আশাবুল ইসলাম, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিইই শাকের আহমেদ, ডিসিও মো. আনসার আলী, আরএনবি, জিআরপি, রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা।

এ কর্মসূচির আওতায় যাত্রীদের করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসায় মেডিক্যাল টিম বসানো হয়, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা জোরদার করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।