শুক্রবার (২০ মার্চ) নগরজুড়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে এ প্রচারণা চালানো হয়।
সিএমপির বিভিন্ন থানার ওসি, ১৪৫ টি বিটের অফিসাররা তাদের এলাকার প্রচারণা চালান।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর ছিদ্দিক জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে সিএমপি কমিশনারের নির্দেশে নগরজুড়ে প্রচারণা চালানো হয়েছে। মসজিদে জুমার নামাজের আগে থানার ওসিরা সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিদওয়ানুল হক বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। লিফলেট বিরতণ করেছি। করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসকে/টিসি