ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনা নিয়ে সচেতনতা সৃষ্টিতে পুলিশের প্রচারণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
করোনা নিয়ে সচেতনতা সৃষ্টিতে পুলিশের প্রচারণা সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে প্রচারণা

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মসজিদগুলোতেও প্রচারণা চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) নগরজুড়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে এ প্রচারণা চালানো হয়।

সিএমপির বিভিন্ন থানার ওসি, ১৪৫ টি বিটের অফিসাররা তাদের এলাকার প্রচারণা চালান।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর ছিদ্দিক জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে সিএমপি কমিশনারের নির্দেশে নগরজুড়ে প্রচারণা চালানো হয়েছে। মসজিদে জুমার নামাজের আগে থানার ওসিরা সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন।

বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিদওয়ানুল হক বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। লিফলেট বিরতণ করেছি। করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।