বৃহস্পতিবার (২৬ মার্চ) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে এসব পিপিই ও মাস্ক তুলে দেন তিনি।
এ ব্যাপারে এসএম আবু তৈয়ব জানান, একেবারে স্বল্প নোটিশে কিছু পিপিই ও মাস্ক সিএমপিকে দেওয়া হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদ কর্মীসহ যারা ঝুঁকি নিয়ে যুদ্ধ করছে- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ব্যবসায়ী নেতা।
করোনা প্রতিরোধে সিএমপি’র তৎপরতা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, ঘরে অবস্থান করে আমরাও এই যুদ্ধে শামিল হতে পারি। আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করুন।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসি/টিসি