মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে সদরঘাটের এভারগ্রীন ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হৃদয়ের গ্রামের বাড়ি কুমিল্লার জেলার মনোহরগঞ্জ থানার তালতলা গ্রামে।
জানা গেছে, দুপুরে বন্ধুদের সাথে ঘাটে যায় হৃদয়। সেখানে পানিতে নেমে ধাপাধাপি করার এক পর্যায়ে সে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হৃদয়কে উদ্ধারে তিন ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
এ ব্যাপারে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের টিম এবং পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও ছেলেটির কোন সন্ধান মেলেনি।
বাংলাদেশ সময়: ৯১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এমএম/টিসি