বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সিএমপি।
চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা সিএমপির হটলাইন নাম্বারে (০১৪০০৪০০৪০০ অথবা ০১৮৮০৮০৮০৮০) ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন।
সম্প্রতি চট্টগ্রাম মহানগর এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাসা ছেড়ে দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠে কিছু মালিকের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে সিএমপি এ সিদ্ধান্ত নেয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, অভিযোগ উঠেছে কিছু বাড়ির মালিক বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের বাসা ছেড়ে দিতে চাপ প্রয়োগ করছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই মুহূর্তে তাদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়।
তিনি বলেন, সিএমপি কমিশনার স্যার ঘোষণা দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার। কোনো বাড়ির মালিক যদি এখন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন বা বাসা ছেড়ে দিতে বলেন তাহলে সেসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসকে/টিসি