রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরী হাট এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ স্টোর নামে একটি মুদি দোকান থেকে ৭০ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, আলমগীর নামে ওই মুদি দোকানি সয়াবিন তেলের বোতল থেকে টিসিবির স্টিকার মুছে অন্য কোম্পানির সয়াবিন তেলের সঙ্গে বিক্রি করছিলেন। কয়েকটি বোতলে আমরা টিসিবির স্টিকার লাগানোও পেয়েছি।
তিনি বলনে, ওই মুদি দোকান থেকে ৭০ লিটার টিসিবি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রির দায়ে দোকানি আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এমআর/টিসি