ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিসিবির সয়াবিন তেল মুদি দোকানে বিক্রি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
টিসিবির সয়াবিন তেল মুদি দোকানে বিক্রি! অভিযানে নেতৃত্ব দেন ইউএনও মো. রুহুল আমিন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বোতলজাত সয়াবিন তেল মুদি দোকানে বিক্রির দায়ে হাটহাজারীতে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরী হাট এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ স্টোর নামে একটি মুদি দোকান থেকে ৭০ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।  

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, আলমগীর নামে ওই মুদি দোকানি সয়াবিন তেলের বোতল থেকে টিসিবির স্টিকার মুছে অন্য কোম্পানির সয়াবিন তেলের সঙ্গে বিক্রি করছিলেন। কয়েকটি বোতলে আমরা টিসিবির স্টিকার লাগানোও পেয়েছি।

তিনি বলনে, ওই মুদি দোকান থেকে ৭০ লিটার টিসিবি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রির দায়ে দোকানি আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।