ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২০ মিলি বৃষ্টিতে বেহাল ফ্লাইওভারের, দুর্ঘটনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
২০ মিলি বৃষ্টিতে বেহাল ফ্লাইওভারের, দুর্ঘটনা ২০ মিলি বৃষ্টিতে বেহাল ফ্লাইওভারের, দুর্ঘটনা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সকালে ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এতটুকুন বৃষ্টিতে পানি জমে ফ্লাইওভারের কিছু অংশে। সেই পানিতে দ্রুতগতির একটি প্রাইভেট কার দুর্ঘটনার কবলে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে চট্টগ্রামে মৌসুমি বৃষ্টিপাতের শেষ দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় একটি প্রাইভেট কার। যাতে চালকসহ তিনজন ছিলেন।

এ সময় গাড়িটির সামনের একপাশ দুমড়ে মুচড়ে যায়। বৃষ্টির পানি, রক্ত, পোড়া তেলে একাকার হয়ে যায় কালো পিচ।
আহতদের উদ্ধারে এগিয়ে আসে কয়েকজন মোটরসাইকেল আরোহী।

২০ মিলি বৃষ্টিতে বেহাল ফ্লাইওভারের, দুর্ঘটনা।  ছবি: উজ্জ্বল ধর

তবে এ দুর্ঘটনার বিষয়ে পাঁচলাইশ ও খুলশী থানা কিছু জানে না। এমনকি আহত কাউকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেও নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের বৃষ্টি পানি নামার পথ বালি, আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে পানি জমে গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৮ নটিক্যাল মাইল।

তিনি জানান, নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।