খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে চট্টগ্রামে মৌসুমি বৃষ্টিপাতের শেষ দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় একটি প্রাইভেট কার। যাতে চালকসহ তিনজন ছিলেন।
তবে এ দুর্ঘটনার বিষয়ে পাঁচলাইশ ও খুলশী থানা কিছু জানে না। এমনকি আহত কাউকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেও নেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের বৃষ্টি পানি নামার পথ বালি, আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে পানি জমে গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৮ নটিক্যাল মাইল।
তিনি জানান, নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এআর/এসকে/টিসি