ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনার ছুটিকালে বন্দরের স্টোররেন্ট ছাড় চায় বিজিএমইএ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ৩, ২০২০
করোনার ছুটিকালে বন্দরের স্টোররেন্ট ছাড় চায় বিজিএমইএ চট্টগ্রাম বন্দর। ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম: দেশের পোশাক শিল্পের সংকটময় পরিস্থিতি উত্তরণে করোনা ভাইরাস প্রতিরোধে যত দিন সরকারি ছুটি বা লকডাউন থাকবে ততদিন চট্টগ্রাম বন্দরে কনটেইনার স্টোর রেন্ট মওকুফ করতে চিঠি দিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে শনিবার (২ মে) লেখা চিঠিতে তিনি ৪ মে পর্যন্ত পোশাক শিল্পের আমদানি চালান খালাসে বন্দরের স্টোর রেন্ট ১০০ ভাগ মওকুফ করায় আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখার স্বার্থে বিজিএমইএর গৃহীত পদক্ষেপে ইতিমধ্যে কনটেইনার ডেলিভারির সংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে রুবানা হক বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কর্তৃক সাধারণ ছুটি ৫ মে থেকে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে কিছু কিছু পোশাক শিল্প প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক আংশিকভাবে কারখানার অপারেশনাল কার্যক্রম শুরু করেছে। অনেক প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে এবং বিদেশি সরবরাহ প্রতিষ্ঠান কর্তৃক আমদানি দলিলাদি অনেক প্রতিষ্ঠান পায়নি।

ফলে পণ্য চালান খালাস করা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না বলে বিজিএমইএ মনে করে।

পোশাক শিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যতদিন দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি বা লকডাউন থাকবে ততদিন পণ্য চালান খালাসে বন্দরের ডেমারেজ চার্জ মওকুফের সময় বৃদ্ধি করা আবশ্যক।

জাতীয় অর্থনীতির এ সংকটকালে বন্দর চেয়ারম্যানের সহযোগিতা চেয়ে স্টোর রেন্ট মওকুফের সময় বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি।

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, বিজিএমইএ সাধারণ ছুটিকালে পোশাক শিল্প প্রতিষ্ঠানের আমদানি পণ্য চালানের স্টোর রেন্ট মওকুফের জন্য চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ৩, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।