বুধবার (০৬ মে) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
আক্রান্তদের মধ্যে হাটহাজারী, সীতাকুণ্ড, সাতকানিয়া ও মিরসরাই উপজেলায় ১ জন করে রয়েছেন।
তালিকায় রয়েছেন, ২ পুলিশ ও ৩ কোস্ট গার্ড সদস্য।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, পিসিআর মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকায় গত দুই দিন সিভাসুর রিপোর্ট পাওয়া যায়নি। গত দুই দিনে সিভাসুতে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
এদের মধ্যে একজন পুরোনো রোগী সহ ১৪ জন চট্টগ্রাম জেলার এবং ৮ জন অন্যান্য জেলার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমএম/এমআর/টিসি