ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়: রেজাউল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ৮, ২০২০
বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়: রেজাউল খাদ্যসামগ্রী বিতরণ করেন চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়। পেছনে কথা বলার লোক সমাজে অনেকেই আছে। কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মানুষ কম। অনেকের অর্থবিত্ত আছে অথচ মানুষকে সাহায্য করার মন নেই।

পূর্ব ষোলশহর কামাল-নুরুন্নেচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারিতে যারা প্রতিবেশীর সাহায্যার্থে এগিয়ে এসেছে তারা আমাদের সমাজে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে আজীবন।

রমজান মাসে ধর্ম পালনের ক্ষেত্রে নগরবাসীকে তিনি রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাবেদুর রহমান কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ফরিদ মাহমুদ, পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল আলম, নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল।

উপস্থিত ছিলেন আশরাফুল গনি চৌধুরী, এস এম হাসিবুর রহমান, এস এম শফিউল বাহার, এস এম মুশফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু সাঈদ সুমন, আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ০৮, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।