ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুরি নিয়ে সালিশে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ৮, ২০২০
চুরি নিয়ে সালিশে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ৩

চট্টগ্রাম: কর্ণফুলী থানাধীন খুইদ্দারটেক এলাকায় চুরির ঘটনায় পারিবারিক কলহ মেটাতে বসা সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে আরিফ দোভাষ (২০) নামে এক যুবক খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) ভোররাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের একজনের কাছ থেকে একটি এলজি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেফতার তিন আসামি হলো- মো. কায়ছার, মো. দিদার ও শেখ আহম্মদ। এদের মধ্যে কায়ছার আরিফ খুনে মূল অভিযুক্ত।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ বাংলানিউজকে বলেন, সালিশে আরিফ দোভাষকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় মূল আসামি কায়ছারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কায়ছারের কাছ থেকে একটি এলজি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।  

২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী থানাধীন খুইদ্দারটেক এলাকায় ছুরিকাঘাতে নিহত হন আরিফ দোভাষ।  

নিহত আরিফ দোভাষ খুইদ্দারটেক এলাকার আহমদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় সেদিনই পারভেজ (২২) নামে এক যুবককে আটক করা হয়। তবে ঘটনার পর থেকে ছুরিকাঘাতে মূল অভিযুক্ত কায়ছারসহ অন্যরা পলাতক ছিল।

পুলিশ জানায়, বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়ভাবে সকালে সালিশে বসেছিল। শালিশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কায়ছারসহ কয়েকজন আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) মো. ইয়াসির আরাফাত বাংলানিউজকে বলেন, ঘটনার দিন সালিশে বসার আগেই কায়সারসহ অন্যরা ছুরি নিয়ে প্রস্তুত ছিল। তাদের উদ্দেশ্য ছিল কথা কাটাকাটি হলে ছুরিকাঘাত করবে। এমন পরিকল্পনা করে কায়ছার বিভিন্ন লোকজনও জড়ো করে। তার দুলাভাইকেও সেদিন ঘটনাস্থলে নিয়ে আসে। কায়ছারসহ তিনজনকে গ্রেফতার করেছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।