ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আকবরশাহে কার্ভাডভ্যান চাপায় পথচারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ১৩, ২০২০
আকবরশাহে কার্ভাডভ্যান চাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রাম: আকবরশাহ থানার কর্নেল হাট এলাকায় কার্ভাডভ্যান চাপায় ৪০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে কর্নেল হাট মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার উপ-পরিদর্শক ধীমান ঘোষ বাংলানিউজকে বলেন, সড়ক পার হতে গিয়ে কার্ভাডভ্যান চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কার্ভাডভ্যান ও চালককে আটক করা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ১৩, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।