ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুরগির দোকানে ওজনে কারচুপি, জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ১৯, ২০২০
মুরগির দোকানে ওজনে কারচুপি, জরিমানা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের তদার‌কিমূলক অ‌ভিযান।

চট্টগ্রাম: নগরের দেওয়ান বাজার এলাকার হৃদয় পোল‌ট্রিকে ওজ‌নে কারচু‌পি ও বে‌শি দা‌মে ব্রয়লার মুরগি বিক্রি করায় ১০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মূল‌্য তা‌লিকায় ১৫০ টাকা লিখে ১৬০ টাকায় মুরগি বিক্রি করছিলো দোকানি। আটক করা হয় ৬‌টি কম ওজ‌নের বাটখারা।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অভিযানকালে চন্দনপুরা এলাকায় নিত‌্যপ‌ণ্যের মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় আমানত স্টোর‌কে ২ হাজার, খন্দকার ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

সাব এ‌রিয়া এলাকার অনন্যা ডিপার্টমেন্টাল স্টোরকে প‌ণ্যের মোড়‌কে যথাযথ তথ‌্য না থাকায় ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

দেওয়ান বাজার এলাকার জগন্নাথ স্টোর‌কে নিত‌্যপ‌ণ্যের মূল‌্যে কারচু‌পি ক‌রে ৪০০ টাকায় জিরা বিক্রি করায় ৭ হাজার টাকা, প‌রিচয় পোল‌ট্রিকে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

বক্সিরহাট এলাকার মেসার্স দুলাল দত্তকে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা, আল আ‌মিন পসা‌রী‌কে মেয়াদোত্তীর্ণ ট‌্যাং, অননু‌মো‌দিত রং, নকল চে‌রি বিক্রি করায় ১৫ হাজার টাকা জ‌রিমানাসহ ব‌র্ণিত দ্রব‌্য ধ্বংস করা হয়।

খাতুনগঞ্জ এলাকার আল্লাহর দান স্টোরকে হালনাগাদ মূল‌্যত‌লিকা না রাখায় ৫ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

পতেঙ্গা থানার স্টিলমিল বাজারে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় রব স্টোরকে ২ হাজার টাকা, লোকমান স্টোরকে ২ হাজার ও মহিউদ্দিনের মুরগির দোকানকে ১ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ১৯, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।