ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের ঈদ উপহার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ১৯, ২০২০
মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের ঈদ উপহার বিতরণ মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের ঈদ উপহার বিতরণ।

চট্টগ্রাম: সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে ১ হাজার পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ষোলশহর আতুরার ডিপোতে একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপ-আইন বিষয় সম্পাদক আরজু বাবু, পরিচালনা করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলু।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য মো. ইয়াকুব, ৭-৮ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী তুষার, সাবেক উপ-পাঠচক্র সম্পাদক ইলিয়াস উদ্দিন, ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ১৯, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।