ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪ দিন ছুটির পর পার্সেল ট্রেন চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ২৭, ২০২০
৪ দিন ছুটির পর পার্সেল ট্রেন চালু ফাইল ছবি

চট্টগ্রাম: ঈদুল ফিতরের ছুটিতে চারদিন বন্ধ থাকার পর বুধবার (২৭ মে) থেকে চট্টগ্রাম-জামালপুর রুটে কৃষি পণ্য পরিবহনে পুনরায় পার্সেল স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেল তিনটায় চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটিতে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, চারদিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের স্পেশাল পার্সেল ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটিতে মোটামুটি পণ্য ভর্তি ছিল।

সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চালু করে।

তবে চট্টগ্রামের পার্সেল ট্রেনটিতে মালামাল কম উঠায় পরে ৬ মে থেকে ঢাকার পরিবর্তে জামালপুর রুট পরিবর্তন করা হয়।

যেসব রুটে পার্সেল ট্রেন চলাচল করছে

চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা ও খুলনা-চিলাহাটি-খুলনা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।