ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১০ দিনের মধ্যে করোনা চিকিৎসায় ২৫০ শয্যার কনভেনশন হল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ২, ২০২০
১০ দিনের মধ্যে করোনা চিকিৎসায় ২৫০ শয্যার কনভেনশন হল ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: আগামী ১০ দিনের মধ্যেই প্রস্তাবিত ২৫০ শয্যার সিটি কনভেনশন সেন্টার করোনা আক্রান্তদের সেবার উপযোগী হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (২ জুন) আগ্রাবাদ এক্সেস রোডের সিটি কনভেনশন হলে প্রতিষ্ঠিতব্য আড়াইশ' শয্যার করোনা চিকিৎসা সেবা কেন্দ্রের জন্য সরবরাহকৃত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পরিদর্শন করেন।

এ সময় মেয়র বলেন, সম্প্রতি চট্টগ্রামে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে এবং আক্রান্তের তুলনায় চিকিৎসা কেন্দ্রের সংখ্যা অপ্রতুল।

তাই এসব চিকিৎসাকেন্দ্রে এখন ঠাঁই নেই অবস্থা।

এ প্রেক্ষিতে সমন্বিত উদ্যোগে আরও বেশি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপিত না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি বলেন, আমরা আশাবাদী এবং অচিরেই বেশ কয়েকটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০২, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।