ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিল অব এন্ট্রি দাখিলের সময় নিয়ে চেম্বার সভাপতির চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ১৬, ২০২০
বিল অব এন্ট্রি দাখিলের সময় নিয়ে চেম্বার সভাপতির চিঠি চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম

চট্টগ্রাম: অর্থ বিল ২০২০-এ বিল অব এন্ট্রি দাখিলের সময়সীমা নির্ধারণ করে আনীত সংশোধনী বলবৎ না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

মঙ্গলবার (১৬ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়ে এ আহ্বান জানান তিনি।

চেম্বার সভাপতি বলেন, অর্থ বিল-২০২০ এর তৃতীয় অধ্যায়ে দফা-১০ সংশোধন করায় বন্দরে পণ্য পৌঁছানোর ৫ কর্মদিবসের মধ্যে বিল অব এন্ট্রি দাখিল করতে হবে।

যা প্রকৃতপক্ষে সম্ভব হবে না বরং আরও অনেক বেশি জটিলতার সৃষ্টি হবে। কারণ বিষয়টি সাপ্লাইয়ার্স, সাপ্লাইয়ার্স ব্যাংক, শিপিং এজেন্ট অব ল্যান্ডিং পোর্ট, এলসি অ্যাপ্লিকেন্ট ব্যাংক, কুরিয়ার সার্ভিস, শিপিং এজেন্ট অব ডেসটিনেশন পোর্টের ওপর নির্ভরশীল।

এলসিতে ডকুমেন্ট সাবমিশনের নির্ধারিত সময় দেওয়া থাকে যা সাধারণত সাপ্লাইয়ারের চাহিদা অনুযায়ী দিতে হয়।

নিকটবর্তী কোনো দেশ থেকে শিপমেন্ট হলে পাঁচ/ছয় দিনের মধ্যে জাহাজ চলে আসে। কিন্তু ডকুমেন্ট আরও পরে আসে এটাই বাস্তবতা ও স্বাভাবিক প্রক্রিয়া।

আমরা যখন রফতানি করি তখনও ডকুমেন্ট সাবমিশনের  জন্য প্রয়োজনীয় সময়ের অনুমোদন নিয়ে থাকি।

সুতরাং বিল অব এন্ট্রি দাখিলের জন্য ৫ দিন সময় নির্ধারণ করে দেওয়াটা যৌক্তিক নয়। অনেক সময় ডকুমেন্টসে ভুল থাকে, বিরোধ থাকে।

তখন তা সংশোধনের জন্য আরও সময়ের প্রয়োজন হয় বলে চেম্বার সভাপতি উল্লেখ করেন।  

দেশের আমদানি-বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং কোনো ধরনের জটিলতা যাতে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে উল্লেখিত সংশোধনী বলবৎ না করার জন্য অর্থমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।