ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এতিমদের নিয়ে জামায়াতের ইফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এতিমদের নিয়ে জামায়াতের ইফতার 

চট্টগ্রাম: রমজানের প্রথমদিনে এতিমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে মহানগর জামায়াতে ইসলামী।

রোববার (২ মার্চ) বিকেলে নগরের দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে এ আয়োজনে শতাধিক এতিম শিশু-কিশোর অংশ নেয়।

ইফতারপূর্ব আলোচনা সভায় নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘এতিমের হক নষ্টকারি কখনো আখেরাতে নাজাত পাবে না। যারা আল্লাহকে অস্বীকার করে, তারা এতিমদের গলা ধাক্কা দেয়।

যারা নামাজে অবহেলা করে, তারা জাহান্নামের অধিবাসী হবে। এতিমদের লালন-পালন করা সরকার এবং বিত্তশালীদের দায়িত্ব। সমাজের ধনীদের সম্পদে অসহায় দুঃস্থ ও গরীব-মিসকিনদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ’

নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।