বুধবার (১৭ জুন) বিকেলে ভাটিয়ারী এলাকার বাস স্টপেজ থেকে গৌতম বণিক নামে ওই চোরাকারবারিকে আটক করা হয়।
গৌতম বণিক ফেনী ফুলগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর বড়ইয়া গ্রামের অপর চাঁদ বাড়ির ফনিলাল বণিকের ছেলে।
তিনি চট্টগ্রাম শহরের হাজারী গলির মিয়া শপিং কমপ্লেক্সে চন্দন সেনের দোকানে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাস স্টপেজে ঢাকামুখী বাসের জন্য অপেক্ষমান গৌতম বণিককে আটক করা হয়।
তিনি জানান, প্রত্যেকটি স্বর্ণ বারের ওজন ১০ ভরি। সে হিসেবে বাজার মূল্য ৭২ লাখ টাকা হতে পারে বলে স্বর্ণকাররা জানিয়েছেন।
ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসকে/এমআর/টিসি