ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০২০
সীতাকুণ্ডে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী থেকে ১২টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে ভাটিয়ারী এলাকার বাস স্টপেজ থেকে গৌতম বণিক নামে ওই চোরাকারবারিকে আটক করা হয়।

গৌতম বণিক ফেনী ফুলগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর বড়ইয়া গ্রামের অপর চাঁদ বাড়ির ফনিলাল বণিকের ছেলে।

তিনি চট্টগ্রাম শহরের হাজারী গলির মিয়া শপিং কমপ্লেক্সে চন্দন সেনের দোকানে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাস স্টপেজে ঢাকামুখী বাসের জন্য অপেক্ষমান গৌতম বণিককে আটক করা হয়।

তল্লাশী করে তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রত্যেকটি স্বর্ণ বারের ওজন ১০ ভরি। সে হিসেবে বাজার মূল্য ৭২ লাখ টাকা হতে পারে বলে স্বর্ণকাররা জানিয়েছেন।

ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।