শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন, বিআইটিআইডি ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ২৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১১০টি নমুনা পরীক্ষা করে ৬১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ২৪ জন এবং ইম্পেরিয়াল হাসপাতালে ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ৭২১টি নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রামের ৫টি ল্যাবে। এতে ১৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ৯৪জন এবং বিভিন্ন উপজেলায় ৫৪জন। এইদিন নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমএম/এসি/টিসি