শুধু ত্রাণ বিতরণ কিংবা আর্থিক সহায়তা নয়, মাস্ক-সাবান আর লিফলেট নিয়ে রাস্তায় পথচারীদের সচেতন করতে প্রচারণাও চালিয়েছেন দেবু। এছাড়া মধ্যবিত্ত যেসব পরিবার প্রকাশ্যে সহায়তা চাইতে সংকোচ বোধ করেছেন, গোপনে তাদের কাছেও তিনি পৌঁছে দিয়েছেন ভালোবাসার উপহার।
জানা গেছে, রমজানে খাবার রান্না করে ভবঘুরে মানুষের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করেন তিনি। ঈদের আগে বস্তিবাসী, শ্রমিক, রিকশা চালকসহ নানা পেশার মানুষের কাছে পৌঁছে দেন ঈদ উপহার।
দেবাশীষ পাল দেবু বলেন, ‘আমার রাজনীতি মানুষের কল্যাণেই নিবেদিত। করোনা মহামারি শুরুর পর থেকে নেতা-কর্মীদের নিয়ে নগরের ৪১ ওয়ার্ডের অসহায় মানুষের পাশে আছি। এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বন্দর-পতেঙ্গা এলাকায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছি। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত সবার পাশে থাকবো’।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২০
এসি/টিসি