ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ত্রাতার ভূমিকায় যুবলীগ নেতা দেবু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ২১, ২০২০
ত্রাতার ভূমিকায় যুবলীগ নেতা দেবু ত্রাণ সামগ্রী বিতরণ

চট্টগ্রাম: করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই অসহায় মানুষের পাশে থেকে ত্রাতার ভূমিকা পালন করছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু। কখনও ত্রাণ দিয়ে আবার কখনও হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়ে তিনি করোনাযুদ্ধে শামিল হয়েছেন।

শুধু ত্রাণ বিতরণ কিংবা আর্থিক সহায়তা নয়, মাস্ক-সাবান আর লিফলেট নিয়ে রাস্তায় পথচারীদের সচেতন করতে প্রচারণাও চালিয়েছেন দেবু। এছাড়া মধ্যবিত্ত যেসব পরিবার প্রকাশ্যে সহায়তা চাইতে সংকোচ বোধ করেছেন, গোপনে তাদের কাছেও তিনি পৌঁছে দিয়েছেন ভালোবাসার উপহার।

ত্রাণ সামগ্রী বিতরণজানা গেছে, রমজানে খাবার রান্না করে ভবঘুরে মানুষের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করেন তিনি। ঈদের আগে বস্তিবাসী, শ্রমিক, রিকশা চালকসহ নানা পেশার মানুষের কাছে পৌঁছে দেন ঈদ উপহার।

নগরের পতেঙ্গা, ইপিজেড, কাস্টমস এলাকা, বড়পোল, আনন্দবাজার, সবুজবাগ, আদর্শপাড়া ও ধোপাপাড়া, আগ্রাবাদ, পাহাড়তলীসহ বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষ পেয়েছেন রান্না করা খাবার। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, আর্থিক সহযোগিতাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন দেবু। এর বাইরে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মধ্যে যারা আর্থিক সংকটে আছেন, তাদেরকেও  সহায়তা করেছেন তিনি।

দেবাশীষ পাল দেবু বলেন, ‘আমার রাজনীতি মানুষের কল্যাণেই নিবেদিত। করোনা মহামারি শুরুর পর থেকে নেতা-কর্মীদের নিয়ে নগরের ৪১ ওয়ার্ডের অসহায় মানুষের পাশে আছি। এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বন্দর-পতেঙ্গা এলাকায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছি। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত সবার পাশে থাকবো’।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।