ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতার মৃত্যু

চট্টগ্রাম: আগ্রাবাদে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন নগর ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান।

নিহত মীর সাদেক অভি ওরফে অভি মীর (২৪) আগ্রাবাদের হাজিপাড়া এলাকায় থাকতেন।

নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বাংলানিউজকে জানান, গত ২০ জুন হাজিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক কর্মসূচি পালনকালে তার ওপর হামলা চালানো হয়। তাকে এসময় ছুরিকাঘাত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মেট্রোপলিটন হাসপাতালে  ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।