ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ মোস্তাকিম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে সিটি গেটের সিডিএ এক নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুহাম্মদ মোস্তাকিম সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

তিনি ফৌজদারহাটের আবদুল মোনাফের ছেলে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, তিনি মোটরসাইকেল চালিয়ে সীতাকুণ্ড থেকে শহরের দিকে যাচ্ছিলেন।

লরির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।  

'তিনি সীতাকুণ্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। '

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।