ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো কর্ণফুলী ফাউন্ডেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
রেলওয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো কর্ণফুলী ফাউন্ডেশন কর্ণফুলী ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান।

চট্টগ্রাম: রেলওয়ে হাসপাতালে করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কর্ণফুলী ফাউন্ডেশন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়ার অনুরোধে ৫টি সিলিন্ডার দেয় এই সংগঠন।

রেলওয়ে হাসপাতালের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন মোস্তাফিজ ভূঁইয়া।

এসময় কর্ণফুলী ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ উদ্যোক্তা রাইসুল উদ্দিন সৈকত, সৈয়দ রুম্মান আহাম্মেদ, রাশেদুল আমিন, প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন।

কর্ণফুলী ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, শিল্প উদ্যোক্তা মোহাম্মদ মহসিন, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন, মঞ্জুরুল হক, সাইফুল ইসলাম খান, মাসুদ বকুল, সাবের শাহ, সাইফুদ্দিন মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।