গ্রেফতারের পর সোমবার (৬ জু্লাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আবদুল কাইয়ুম ফতেপুরীর বাড়ি হাটহাজারী থানাধীন ফতেপুর এলাকায়।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বাংলানিউজকে বলেন, আবদুল কাইয়ুম ফতেপুরী নামে একজনকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত।
ফেসবুকে আবদুল কাইয়ুম ফতেপুরী নামের ওই যুবক লিখেছিলেন, ‘আবুল তাবোল উইকেট পড়তেছে, আমরা সরাসরি জননীর আশায় আছি। '
এ ঘটনায় ১৯ জুন রাসেল নামে এক ছাত্রলীগ নেতা হাটহাজারী থানায় আবদুল কাইয়ুম ফতেপুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এসকে/টিসি