ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঠিকাদার পরিচয়ে রেলওয়ের মালামাল চুরি, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ঠিকাদার পরিচয়ে রেলওয়ের মালামাল চুরি, যুবক আটক ঠিকাদার পরিচয়ে রেলওয়ের মালামাল চুরি, যুবক আটক

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীনের নাম ভাঙিয়ে মালামাল চুরির সময় আব্দুল্লাহ আল জোবায়েদ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় পটিয়ার ধলঘাট স্টেশন থেকে তাকে আটক করা হয়। তাকে বর্তমানে পটিয়া স্টেশনে আটকে রাখা হয়েছে।

সূত্র জানায়, জোবায়েদ দুই বছর আগে পটিয়া ও ধলঘাট স্টেশনে সিসিটিভি লাগানোর কাজ করেন। দুই দিন আগে পটিয়া স্টেশন মাস্টারের কাছে যান তিনি।

স্টেশন মাস্টারকে বলেন, তাকে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী পাঠিয়েছেন ঠিকাদারি কাজ করতে।

পরে স্টেশন থেকে সিসিটিভির আইপিএস ও ব্যাটারি নিয়ে যান। পরদিন ধলঘাট স্টেশনে গিয়ে একই কথা বলে ব্যাটারি ও আইপিএস নিয়ে যান।

বুধবার ধলঘাট স্টেশনে গেলে সন্দেহ হয় স্টেশন মাস্টারের। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি স্বীকার করেন তিনি।

চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, ভুয়া পরিচয় দিয়ে মালামাল চুরির সময় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।