ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি উপাচার্য সিএমএইচে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
চবি উপাচার্য সিএমএইচে ভর্তি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপাচার্য ছাড়াও তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফা সিএমএইচে ভর্তি হন।

এর আগে ১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, উপাচার্য ম্যাডাম, তার স্বামী ও মেয়ে সোমবার রাত ১১টার দিকে সিএমএইচে ভর্তি হন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে।

সবার কাছে ম্যাডাম দোয়া চেয়েছেন।     

অধ্যাপক ড. শিরীণ আখতার দেশে করোনা সংক্রমণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ জুলাই ১৪ দিনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।