ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অক্সফাম’র টেলিমেডিসিন সেবায় যোগ দিলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
অক্সফাম’র টেলিমেডিসিন সেবায় যোগ দিলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া ডা. বিদ্যুৎ বড়ুয়া

চট্টগ্রাম: আন্তর্জাতিক এনজিও সংস্থা অক্সফাম’র টেলিমেডিসিন সেবায় কোভিড কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া।

এখন থেকে সংস্থাটির করোনা ভাইরাস সম্পর্কিত টেলিমেডিসিন সেবা দেবেন তিনি।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বাংলানিউজকে বলেন, চিকিৎসক হিসেবে আমার কাজ সেবা প্রদান করা।

গত ২-৩ মাস ধরে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। পরোক্ষভাবে টেলিমেডিসিন সেবা দিলেও কোন সংস্থার হয়ে এবারই প্রথম কাজ করছি।

উল্লেখ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া নাভানা গ্রূপের সহযোগিতায় চট্টগ্রাম প্রথম ফিল্ড হাসপাতাল চালু করেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।