ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদে যুবকের গলিত মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
আগ্রাবাদে যুবকের গলিত মরদেহ

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সংলগ্ন ফিনলে হাউজের পেছনে দুইটি ভবনের মাঝখান বরাবর এক যুবকের গলিত মরদেহ পড়ে আছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।

সিএমপির পশ্চিম জোনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

মরদেহটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ এবং মরদেহটি ২-৩ দিনের বেশি সময় ধরে পড়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সংলগ্ন ফিনলে হাউজের পেছনে দুইটি ভবনের মাঝখান বরাবর এক যুবকের গলিত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি বলেন, ওই যুবকের আনমানিক বয়স ৩৫ বছর। মরদেহটি ২-৩ দিনের বেশি সময় ধরে পড়ে রয়েছে বলে ধারণা করছি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।