ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব মেলার শেষ দিনে দর্শনার্থীদের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
রিহ্যাব মেলার শেষ দিনে দর্শনার্থীদের ঢল বড়দিন উপলক্ষে রিহ্যাব মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে/ছবি- বাংলািনউজ

বড়দিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে।

ঢাকা: বড়দিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে।

পাঁচ দিনব্যাপী মেলার শেষ দিন রোববার (২৫ ডিসেম্বর) দ্বার খোলার পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এদিন সকাল ১০টা থেকে প্রবেশদ্বার খুলে দেওয়া হলেও বেলা সাড়ে ১১টার পর থেকে ভিড় বাড়তে থাকে মেলার প্রবেশ প্রাঙ্গণে।

রাজধানীর শেরে-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে রোববার (২৫ ডিসেম্বর)।

মেলায় প্রবেশের জন্য টিকিট বুথ, প্রবেশদ্বার ও টিকিটের উপর ড্র’র অনুষ্ঠিত হবে। এজন্য কুপন বক্সের সামনেও দেখা যায় ভিড়। বড়দিন উপলক্ষে রিহ্যাব মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে/ছবি- বাংলািনউজমেলার শেষ দিন সব থেকে বেশি ক্রেতা-দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছে আয়োজক রিহ্যাব।

মেলার প্রবেশদ্বারের পরই রিহ্যাব সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েটের তথ্যানুযায়ী, পাঁচ দিনব্যাপী মেলার চতুর্থ দিন শনিবার দর্শনার্থী ছিলো সাড়ে চার হাজার।

রিহ্যাবের জনসংযোগ কর্মকর্তা রশিদ বাবু বাংলানিউজকে বলেন, শেষ দিনে মেলায় দর্শনার্থী আগের দিনগুলোর সংখ্যা ছাড়িয়ে যাবে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সব থেকে বড় এ আয়োজন ঘিরে প্রথম দিন থেকেই জমে উঠে। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভালো সাড়া পাওয়া যায়। দর্শনার্থীরা অ্যাপার্টমেন্ট-প্লটের খোঁজ-খবর নেওয়া ছাড়াও বুকিংও দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য বিভিন্ন সরঞ্জমাদির তথ্য পাওয়া যাচ্ছে মেলায়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬

এমআইএইচ/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।