শনিবার (১১ মার্চ) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংকের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডাচ-বাংলা ব্যাংক যে শিক্ষাবৃত্তি প্রদান করছে তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আরও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এটা অনুসরণ করলে খুবই ভালো হবে।
‘বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এটা গ্রহণ করলে সেটা বেশি দৃষ্টি আকর্ষণ করবে এবং দেশের বহু লোককে দাতব্য কর্মকাণ্ডে উদ্বুদ্ধ ও উৎসাহিত করবে। ’
ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমআইএইচ/এইচএ/