ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুরু হলো পাঁচ দিনব্যাপী এসএমই মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
শুরু হলো পাঁচ দিনব্যাপী এসএমই মেলা শুরু হলো পাঁচ দিনব্যাপী এসএমই মেলা-ছবি: দীপু মালাকার

ঢাকা: পঞ্চমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘জাতীয় এসএমই মেলা-২০১৭’ শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়োজনে এ মেলা চলবে ১৯ মার্চ পর্যন্ত।

বুধবার (১৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার উদ্বোধন করেন।

মেলায় এবার সারাদেশ থেকে দু’শ’টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে।

এছাড়া মেলায় ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টার ও তথ্য কেন্দ্রের স্টল রয়েছে।

মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট, ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় হচ্ছে। এসএমই মেলা উদ্বোধন

কোনো বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি হচ্ছে না।

মেলা প্রাঙ্গণে প্রবেশ মূল্য ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৭’ ও ‘জাতীয় এসএমই ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৬’ এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।

এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএন/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।