ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থমন্ত্রী-ব্যবসায়ী নেতার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
অর্থমন্ত্রী-ব্যবসায়ী নেতার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ রাজস্ব বোর্ডের ৩৮তম সভায় বক্তারা/ছবি: সুমন শেখ

ঢাকা: নতুন ভ্যাট আইন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ডিরেক্টর আবু মোতালেব।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৩৮তম সভায় পাল্টাপল্টি বক্তব্য দেন তারা।

আবু মোতালেব তার বক্তব্যে বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ভারত ও চীন থেকে বিভিন্ন কাঁচামাল আমদানি করেন।

নতুন ভ্যাট আইন কার্যকর হলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার ও অনলাইন ভ্যাট কি তা অনেকেই জানেন না। এ নিয়ে কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়নি। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
 
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পাল্টা বক্তব্যে বলেন, এটা কোনো আলোচনার ভাষা নয়, এটা যুদ্ধের ভাষা। এটা রীতিমতো থ্রেট। আপনারা আন্দোলন গড়ে তুললে আমরাও প্রতিহত করবো।

অর্থমন্ত্রী এমন বক্তব্য দেওয়ায় অবশেষে থেমে যান বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবু মোতালেব।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।