ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এখনো আইডিআরএ’র চেয়ারম্যান শেফাক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
এখনো আইডিআরএ’র চেয়ারম্যান শেফাক!

ঢাকা: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ অ্যাকচুয়ারী’র মেয়াদ শেষ হয় চলতি বছরের ৪ এপ্রিল। এরপর ৬ এপ্রিল প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় গকুল চাঁদ দাসকে।

কিন্তু আইডিআরএ’র ওয়েবসাইটে (www.idra.org.bd) এখনো চেয়ারম্যান দেখানো হচ্ছে এম শেফাক আহমেদ অ্যাকচ্যুয়ারীকে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের চারজন সদস্য দেখানো হচ্ছে মো. কুদ্দুস খান, সুলতান-উল আবেদিন মোল্লা, যুবের আহমেদ খান এবং মো. মুশির্দ আলমকে।

অথচ বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদের কোনো ছবি কিংবা কোনো কার্যক্রম নেই ওয়েবসাইটে।

আইডিআরএ সূত্র মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্ব প্রথম সদস্য হিসেবে মেয়াদ শেষ হয় কুদ্দুস খানের। তিনি ৩ বছর দায়িত্ব পালন শেষে গত ২৮ ফেব্রুয়ারি আইডিআরএ ছেড়েছেন। তার স্থলে নতুন সদস্য হিসেবে ১ মার্চ আইডিআরএ'র সদস্য হিসেবে যোগদান করেন গকুল চাঁদ। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন।

গত ২৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে আইডিআরএ সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপর এপ্রিল মাসে শেফাক আহমেদের মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে গত ৩ মার্চ থেকে আইডিআরএ’র আরো দুই সদস্য যুবের আহমেদ ও সুলতান উল আবেদিন মোল্লার মেয়াদ শেষ হয়। এখনো এই দুই সদস্য পদে কাউকে নিয়োগ দেয়নি সরকার। কিন্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এম শেফাক আহমেদের পাশাপাশি আরো চার সদস্যকে দেখা যাচ্ছে। তারা হলেন-  কুদ্দুস খান, সুলতান উল আবেদিন মোল্লা, যুবের আহমেদ খান এবং মুশির্দ আলমকে।

অর্থাৎ গত চার মাস ধরে একজন চেয়ারম্যান এবং একজন সদস্য দিয়ে চলছে আইডিআরএ। কিন্তু ওয়েসবাইটে দেখানো হচ্ছে একজন চেয়ারম্যান এবং চার সদস্যকে। যাদের চারজনের কেউ আর এখন আইডিআরএতে নেই।

উল্লেখ্য, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন- ২০১০ অনুসারে ২০১১ সালের ২৬ জানুয়ারি গঠিত হয় আইডিআরএ। পরদিন ২৭ জানুয়ারি শেফাক আহমেদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আইডিআরএ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। পরপর ২ মেয়াদে মোট ৬ বছর বিমা খাতের নিয়ন্ত্রণ সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করেন শেফাক আহমেদ।

এ ছাড়াও আইডিআরএ সদস্য হিসেবে নিয়োগ পাওয়া ফজলুল করিম ও কুদ্দুস খান কিছু সময়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাস বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। কার্যক্রম চালানো হবে। ওয়েবসাইট নতুন করে সাজানো হবে।

 বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
 এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।