ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিতরণের জন্য আনা বাছুরের ওজন কম, তাই ফিরে গেলে ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
বিতরণের জন্য আনা বাছুরের ওজন কম, তাই ফিরে গেলে ইউএনও ছবি: বাংলানিউজ

বরিশাল: দরিদ্র জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য নিয়ে আসা বাছুরের ওজন কম থাকায় বিতরণের উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটে।

ইউএনওর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে উপজেলার জেলে জনগোষ্ঠীর বাসিন্দারা। তারা জানান, বছরের পর বছর ধরে ছাগল ছানা ও বাছুর বিতরণে নানানভাবে অনিয়ম করা হচ্ছে। যার মধ্যে শুধু ওজনে কম দেওয়াই নয়, রোগাক্রান্ত পশুও বিতরণ করা হতো। কেউ এর প্রতিবাদ করলে তাদের নানানভাবে হেনস্তা করা হতো। এবারই প্রথম সরকারি কর্মকর্তা নিজে উদ্যোগী হয়ে এ অনিয়মের প্রতিবাদ করেছেন।

জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী উপজেলার ৩৫ জন জেলের মধ্যে বাছুর বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বকনা বাছুর নিয়ে আসেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা বাছুর বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে আসেন। তবে বাছুরের ওজন কম থাকায় উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে যান ইউএনও।

ইউএনও মো. আবু আবদুল্লাহ খান বাংলানিউজকে জানান, কাগজপত্রের নিয়মানুযায়ী প্রতিটা বাছুরের (লাইভ ওয়েট) ওজন ৮০ কেজি করে থাকার কথা থাকলেও তুলনামূলকভাবে বাছুরের ওজন অনেক কম। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডেকে বাছুরগুলো ফেরত নিয়ে সঠিক ওজনের বাছুর সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বলা হয়েছে। এরপর বাছুরগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, বাছুর বিতরণের এ অনুষ্ঠানটি আমার কার্যালয়ের নিচে হচ্ছিল। সেখানে আমি যাই, তবে বাছুরের ওজন কম থাকায় তা ঠিক করার জন্য বলেছি এবং পরবর্তীতে সেখান থেকে চলে এসেছি। সঠিক ওজনের বাছুর নিয়ে আসা হলে সেগুলো বিতরণ করার জন্য অবশ্যই আমি যাবো, সেটাও বলে এসেছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, যেসব জেলের মধ্যে বিতরণ করা হবে আমরা শুধু সেই তালিকা করেছি। বাছুর ক্রয়ের টেন্ডার পিডি অফিস থেকে করা হয়েছে। বাছুরগুলো গ্রহণ না করে ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ফোকাস ট্রেডিংয়ের প্রতিনিধি আসাদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।