রোববার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী কথা বলছিলেন। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে প্রাক-বাজেট আলোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।
মুহিত বলেন, এক হাজার টাকার নোট বাতিলের খবর সত্যিকারার্থে রাবিশ ও ভোগাস। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
সভায় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, একটি সংবাদমাধ্যমে দেখলাম, দেশ থেকে নাকি এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে। এতে দেশবাসীর মধ্যে এক ধরনের শঙ্কা ও ভয় কাজ করছে। আদৌ কি এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে?
তারই জবাবে অর্থমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রী আসন্ন অর্থবছরের (২০১৮-১৯) বাজেটের বিষয়ে বলেন, নির্বাচনী বছরে বাজেটে বেশি চ্যালেঞ্জ নেওয়া ঠিক হবে না। অাগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য খাতে অধিক গুরত্ব দেওয়া হবে।
বাজেটের অাকারের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ভালো। এটা বাজেটের অাকার নির্ধারণে বড় ভূমিকা রাখে। অাগামীতে বাজেটের অাকার ৪ লাখ ৬০ থেকে ৪ লাখ ৭৫ কোটি টাকা হবে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমঅাইএস/এইচএ/
** নির্বাচনী বছরে উচ্চাভিলাষী বাজেট নয়