আগামী (৮ সেপ্টেম্বর) থেকে পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৫ সেপ্টেম্বর) এ স্থলবন্দর দিয়ে ১০ হাজার ৪শ ৯০ কেজি মাছ আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। কিন্তু ত্রিপুরা বিবদমান দু’টি দলের কারণে মাছগুলো বন্দরে নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা (৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্ট কালের জন্য এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছি।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে জানা যায়, আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোকন ভৌমিকের সঙ্গে তার পার্টনারদের আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা চলছে। এরই মধ্যে খোকন ভৌমিক ব্যবসায়িক কাজে বাংলাদেশে চলে আসেন। এতে করে তার পার্টনাররা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আমদানি করা মাছ, পাথর ও তুলাসহ বিভিন্ন পণ্য বন্দরের প্রধান ফটকে আটকে দেন। এতে করে ওই দিন সকাল সাড়ে ৭টায় প্রবেশ করা প্রায় ২২ লাখ ৫ হাজার ৯’শ টাকার মাছ অনুরোধ করে সন্ধ্যার ৭টার দিকে ছাড়িয়ে নেন আগরতলার ব্যবসায়ীরা। তবে সবগুলো মাছ পচে নষ্ট হয়ে গেছে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি