ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

তিন ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
তিন ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে সরকারি তিন ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘সোনালী ব্যাংক লিমিটেড’, ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’ ও ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড’র ‘অফিসার (ক্যাশ)’ পদের মৌখিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ এপ্রিল পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স’র মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জি. এম. আবুল কালাম আজাদ বলেন, সিটি নির্বাচনের কারণে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।