ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কক্সবাজার সৈকতে পরিষ্কারক যন্ত্র দিলো এসিআই মটরস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
কক্সবাজার সৈকতে পরিষ্কারক যন্ত্র দিলো এসিআই মটরস বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে বিচ ক্লিনার মেশিনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল

ঢাকা: পরিচ্ছন্নতা কার্যক্রমে অবদান রাখতে কক্সবাজার সৈকত ব্যবস্থাপনা কমিটিকে অত্যাধুনিক পরিষ্কারক যন্ত্র দিয়েছে দেশের অন্যতম গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান এসিআই মটরস।

বুধবার (১০ এপ্রিল) পর্যটন নগরীর হোটেল সি প্যালেসে আয়োজত অনুষ্ঠানে এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ড. এফ এইচ আনসারীর কাছ থেকে বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে বিচ ক্লিনার মেশিনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল।  

এসময় এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক এবং নির্বাহী মেজিস্ট্রেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

হস্তান্তর অনুষ্ঠানের পর যন্ত্রটি সমুদ্র সৈকতে আনুষ্ঠানিকভাবে পরিচালনা শুরু করা হয়।

উচ্চ ক্ষমতাসম্পন্ন (৯০ হর্স পাওয়ার) সোনালিকা ট্রাক্টর পরিচালিত যন্ত্রটি প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশের কোএনা সৈকতে ব্যবহৃত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মকর্তারা বলছেন, ১২০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। কিন্তু বর্তমানে এ সমুদ্র সৈকত বিশেষ করে পর্যটন স্থানগুলো বিভিন্ন বর্জ্যর কারণে দূষণের শিকার।

সোনালিকা ট্রাক্টর পরিচালিত যন্ত্রটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনসহ অত্যাধুনিক সব ব্যবস্থা। এসিআই মটরসের রয়েছে দেশব্যাপী যেকোনো স্থানে ৬ ঘণ্টার বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।  

বিচ ক্লিনার মেশিনটি ঘণ্টায় ৬,৫০০ বর্গমিটার জায়গা পরিষ্কার করতে পারে। এই প্রযুক্তিটি বাংলাদেশে নতুন হওয়ায় এসিআই মটরস এক বছরের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ এবং পরিচলন ব্যয় বহন করবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।