ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে সীমান্ত হাট নিয়ে বৈঠকে ভারত-বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
সিলেটে সীমান্ত হাট নিয়ে বৈঠকে ভারত-বাংলাদেশ বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা

সিলেট: সিলেটে সীমান্ত হাট নিয়ে বৈঠকে বসেছে ভারত বাংলাদেশের প্রতিনিধি দল। দুই দিনব্যাপী বৈঠক শেষে বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করা হবে। 
 

সিলেটের জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই দেশের এই বৈঠকে সীমান্ত হাট সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। এছাড়া সীমান্ত হাট বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে।


 
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বৈঠকে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম।
 
প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম আহসান, যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান, যুগ্ম সচিব নুর মো. মাহবুবুল হক, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোল্লা মিজানুর রহমান, মো. সেলিম হোসেন প্রমুখ।
 
ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব (বৈদেশিক বাণিজ্য, দক্ষিণ এশিয়া) শ্রী ভূপিন্দর এস বাল্লা।
 
প্রতিনিধি দলে রয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিতেশ রাজপাল, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্য) শিশির কোঠারি, দেশটির আসাম রাজ্যের উপ-সচিব সাজ্জাদ আলম, মেঘালয় রাজ্যের উপপরিচালক উইনফ্রেড ওয়ারশং প্রমুখ।
 
বৈঠক সূত্র জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সংলগ্ন ভোলাগঞ্জ সীমান্তের ১২৪৮/১১এস ও ১২৪৮/১২এস পিলার সংলগ্ন একটি সীমান্ত হাট গড়ে তোলার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে দু’দেশ। আগামী ডিসেম্বর নাগাদ এ হাট চালু হতে পারে। এরইমধ্যে মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্ত পরিদর্শন করেছে যৌথ প্রতিনিধি দল।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।