ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোহাম্মদপুরে ইয়েলোর নতুন আউটলেট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মে ৬, ২০১৯
মোহাম্মদপুরে ইয়েলোর নতুন আউটলেট ইয়েলোর আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: ঢাকার মোহাম্মদপুরের রিংরোডে সম্প্রতি যাত্রা শুরু করেছে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ফ্ল্যাগশিপ আউটলেট।

আউটলেটটি উদ্বোধনের সময় বেক্সিমকো লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হুসাইন বলেন, ইয়েলো সবসময় বিশ্বমানের শপিং অভিজ্ঞতা নিশ্চিত করে। আর তাই মোহাম্মদপুরের ক্রেতাদের চমৎকার পরিবেশে সর্বোচ্চমানের সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস।

তিনি আশা করেন এই আউটলেটটি ক্রেতাদের প্রত্যাশা পূরণে সমর্থ হবে।

সাত হাজার স্কয়ার ফুটজুড়ে বিস্তৃত আউটলেটটিতে থাকছে ব্র্যান্ডের সব প্রিমিয়াম কালেকশন এবং সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য যা, তৈরি করা হয়েছে সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের কথা মাথায় রেখে। সাতটি সুপরিসর ট্রায়াল রুমে ক্রেতারা তাদের পছন্দমত পণ্য যাচাই করতে পারবেন নির্ঝঞ্ঝাটে।  

তিনতলা আউটলেটটিতে রয়েছে পর্যাপ্ত বাতাস ও আলোর সুব্যবস্থা। যা ক্রেতাদের শপিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও আনন্দময়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইয়েলো’র নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি, রিটেইল প্রধান হাদি এস এ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ০৬, ২০১৯
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।