ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংক ও আইপের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
সিটি ব্যাংক ও আইপের মধ্যে চুক্তি সই চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সিটি ব্যাংক ও আইপে সিস্টেমস লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বুধবার (৩১ জুলাই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক ও আইপে সিস্টেমস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে।

এর আওতায় সিটি ব্যাংকের গ্রাহকরা সিটি টাচের মাধ্যমে আইপে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। একইভাবে আইপের গ্রাহক ই-ওয়ালেটের মাধ্যমে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারবেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও আইপে সিস্টেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাসুদুল হক ভূঁইয়া, আইপে সিস্টেমস লিমিটেডের হেড অব মার্চেন্ট রায়হান ফয়েজ ওসমানীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।