ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
বরিশালে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত।

বরিশাল: বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরের হাটখোলা এলাকায় এ হালখাতার আয়োজন করে মেসার্স হাওলাদার আয়রন স্টোর।

মেসার্স হাওলাদার আয়রন স্টোরের স্বত্তাধিকারী মো. কামাল হোসেন হুমায়ুন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশাল বিভাগের সিনিয়র ম্যানেজার (সেলস) কবির আহমেদ, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি সেলস ম্যানেজার (বরিশাল) সঞ্জয় কুমার সরকার, ব্যবসায়ী ও সমাজসেবক এবায়েদুল হক চাঁন, মোঃ আনিসুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু স্বপ্ন নির্মাণেই নয়, কিং ব্র্যান্ড সিমেন্ট গুণে ও মানে সেরা সিমেন্ট। এসময় তারা এ সিমেন্ট ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে রিটেইলারদের মধ্যে থেকে ১০ জনকে মেগা পুরস্কার আর সবাইকে জেনারেল পুরস্কার দেওয়া হয়।

বাংলা‌দেশ সময়: ০৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।