ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক-ডিপিডিসি’র মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
ইসলামী ব্যাংক-ডিপিডিসি’র মধ্যে চুক্তি সই

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যে পোস্ট-পেইড এবং প্রি-পেইড গ্রাহকদের বিদ্যুৎ বিল আদায় সংক্রান্ত চুক্তি সই হয়েছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বিদ্যুৎ ভবনে এই চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও ডিপিডিসির নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফা।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এবং ডিপিডিসির কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি সইয়ের ফলে ডিপিডিসি’র গ্রাহকরা অনলাইনে ইসলামী ব্যাংকের যে কোনো শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ব্যাংকিং বুথের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।