ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বিএসটিআইকে মন্ত্রণালয়ের বিভাগে রূপান্তরের বিষয় বিবেচনায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
‘বিএসটিআইকে মন্ত্রণালয়ের বিভাগে রূপান্তরের বিষয় বিবেচনায়’

ঢাকা: সরকার জনগুরুত্ব বিবেচনা করে সময়ের প্রয়োজনে বিএসটিআইকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগে রূপান্তর করার বিষয় সক্রিয় বিবেচনা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (০৬ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিএসটিআই একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। বিএসটিআইকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ করা এখন সময়ের দাবি। আমরা সে বিষয়টি সক্রিয় বিবেচনা করছি।

সেবার মানসিকতা নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু যেভাবে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, আমরাও সে পথে এগিয়ে যাচ্ছি।   বর্তমান জনপ্রশাসন কলোনিয়াল লিগ্যাসি থেকে বের হয়ে নতুন ধারা সৃষ্টিতে সক্ষম হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব এবং এপিএ বিশেষজ্ঞ পুলের সদস্য কে এইচ মাসুদ সিদ্দিকী, মনসুর আলী শিকদারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিএসটিআই মহাপরিচালক প্রতিষ্ঠানের পক্ষে এপিএ পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।