ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ২ কোটি টাকা দিলো বেক্সিমকো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ২ কোটি টাকা দিলো বেক্সিমকো

ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে পৌনে দুই কোটি টাকার চেক দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও নুভাস্তা ফার্মাসিউটিক্যালস। গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে এ অর্থ জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এর হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মানবসম্পদ বিভাগের প্রধান এম এ এরশাদ ভূঁইয়া দু’টি ফার্মাসিউটিক্যালস এর পক্ষে এ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এ পর্যন্ত ১৬০টি দেশি-বিদেশি কোম্পানি মোট প্রায় চারশ দশ কোটি টাকা জমা দিয়েছে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের দুর্ঘটনায় মৃত্যুজনিত, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকদের এবং তাদের সন্তানের উচ্চশিক্ষায় সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. রেজাউল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।