ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআরের অনুমোদন পেলো মাল্টিব্র্যান্ড ইনফোটেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এনবিআরের অনুমোদন পেলো মাল্টিব্র্যান্ড ইনফোটেক

কুমিল্লা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘ভ্যাট (মূল্য সংযোজিত কর) ম্যানেজমেন্ট সফটওয়্যার’ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দিয়েছে মাল্টিব্র্যান্ড ইনফোটেককে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এনবিআর এ অনুমোদন দেয়।

এখন থেকে ‘মাল্টিব্র্যান্ড ইনফোটেক’র ‘কুইক ভ্যাট’ সফটওয়্যারটি ব্যবসায়ীদের হিসাব এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণে সাহায্য করবে।

সফটওয়্যারটি ব্যবহার করে পাঁচ কোটি টাকার বেশি বার্ষিক লেনদেন করা মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এনবিআরের সঙ্গে যুক্ত হতে পারবে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে এনবিআর গত বছরের জুনে সফটওয়্যারের ধরন এবং নির্মাতা প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পর্কে আদেশ এবং দিক-নির্দেশনা দেয়। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ‘মাল্টিব্র্যান্ড ইনফোটেক’সহ ২৪টি আইটি ফার্মের ভ্যাট ম্যানেজম্যান্ট সফটওয়ারের অনুমোদন দেয় এনবিআর।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
আইএজে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।