নওগাঁর বড় খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রকার ভেদে প্রতি কেজি মিনিকেট জিরাশাইল চালের দাম ৪৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায় এবং নাজিরশাইল ৫৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
এছাড়া মাঝারি ও মোটা চালের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে।
নওগাঁ চাল বাজারের ব্যবসায়ী নাছির উদ্দিন বাংলানিউজকে বলেন, ২-৩ দিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে। ফলে পাইকারি বাজার থেকে বেশি দামে চাল কিনে বেশি দামেই বিক্রয় করতে হচ্ছে খুচরা বাজারে।
তিনি আরও বলেন, মিলাররা ধানের মজুত করে চালের দাম বাড়াচ্ছেন। আবার তারাই ধানের বাজার দর বৃদ্ধির অজুহাত দিচ্ছেন। মাঝখান থেকে আমরা খুচরা ব্যবসায়ী এবং ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ